ইসলামিক জিহাদের নেতা গ্রেফতার, গাজা ক্রসিং বন্ধ করল ইসরাইল

- আপডেট : ৩ অগাস্ট ২০২২, বুধবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্কঃ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের নেতা বাসাম আল-সাদিকে গ্রেফতার করেছে ইসরাইল। আর এর পরই ফিলিস্তিনের ইসলামপন্থী দলটির পক্ষ থেকে প্রতিশোধমূলক আক্রমণের ভয়ে মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকার সমস্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরাইল। এ ঘটনায় গাজার বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছে। গাজা উপত্যকায় বাণিজ্য দফতরের দায়িত্বে থাকা ফিলিস্তিনি কর্মকর্তা রায়েদ ফাতুহ বলেছেন, ইসরাইলি সরকার কোনও কারণ উল্লেখ না করেই তাদের কেরেম শালোম ক্রসিং বন্ধ করার কথা জানিয়েছে। ক্রসিং থেকে রফতানির জন্য নির্ধারিত ফিলিস্তিনি পণ্য ফেরত পাঠিয়েছে এবং গাজার উপত্যকার একমাত্র বাণিজ্যিক বন্দর থেকে ফিলিস্তিনি শ্রমিকদের বহিষ্কার করেছে। বেইট হ্যানউন (ইরেজ) ক্রসিংও বন্ধ করে দিয়েছে ইসরাইল। এই পথ দিয়ে গাজার নাগরিকরা ইসরাইল এবং ওয়েস্ট ব্যাঙ্কে চলাচল করে থাকে। তবে ওয়েস্ট ব্যাঙ্কের ফিলিস্তিনি হাসপাতালে যাতায়াত করতে দেওয়া হচ্ছে। সোমবার রাতে আল-সাদিকে গ্রেফতার করে ইসরাইলি সেনা। এ সময় ওয়েস্ট ব্যাঙ্কের জেনিনে সামরিক অভিযান চালিয়ে একজন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী, অপর একজন আহত হয়। ইসরাইলের এই পদক্ষেপের পর সতর্ক অবস্থায় রয়েছে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড।