তেহরান, ১০ ডিসেম্বর: সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইরান ‘দুর্বল হয়নি’ বলে মন্তব্য করলেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার হোসেইন সালামি। তিনি বলেছেন, ‘ইরানের শক্তি হ্রাস পায়নি।’
Read More: শান্তির বার্তা দিয়ে সিরিয়ায় হামলা ইসরাইল-আমেরিকার
প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সামরিক সহায়তাসহ সব ধরনের সহায়তা দিয়ে আসাদ প্রশাসনকে সমর্থন করে আসছিল ইরান এবং রাশিয়া। ইসরাইল এবং মার্কিন প্রভাবের বিরুদ্ধে ইরানের ‘প্রতিরোধের অক্ষ’ বজায় রাখার জন্য তেহরান তার মিত্রকে ক্ষমতায় রাখতে সিরিয়ায় আইআরজিসি মোতায়েন করেছিল।