তেহরান: মহাকাশ গবেষণায় নতুন সাফল্য ইরানের। শুক্রবার দেশটিতে তৈরি একটি স্পেস টাগ এবং ন্যানো স্যাটেলাইট মহাকাশে সফলভাবে পাঠানো হয়েছে। এই কাজে ব্যবহার করা হয়েছে ইরানের তৈরি ‘সিমোর্গ’ স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। ইরানের পাঠানো স্পেস টাগ বা অরবিটাল ট্রান্সফার ব্লকের নাম দেওয়া হয়েছে ‘সামান-১’ এবং ন্যানো স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছে ‘ফাখর-১’।
সেমনান প্রদেশের ইমাম খোমেনী (রহ.) মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এগুলো পাঠানো হয়। স্পেস টাগ ও স্যাটেলাইট পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপন করা হয়েছে। ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা কম খরচে আরও দূরবর্তী কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করার জন্য ‘সামান-১’ নামের স্পেস টাগ তৈরি করেছেন। এর ফলে বড় আকৃতির লঞ্চ ভেহিকলের প্রয়োজনীয়তাও দূর হবে বলে জানা গেছে। এছাড়া, ‘ফাখর-১’ ন্যানো স্যাটেলাইটি পাঠানোর উদ্দেশ্য ছিল সিমোর্গ স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের মাল্টি-প্লেলোড উৎক্ষেপণের ক্ষমতা যাচাই করা। ইরানের শহীদ বিজ্ঞানী ড. মোহসেন ফাখরিজাহের সম্মানে এই স্যাটেলাইটের নামকরণ করা হয়েছে ‘ফাখর-১’। এটির ওজন ১০ কেজির কম।