ইরান-সউদি নিয়মিত ফ্লাইট
ইমামা খাতুন
- আপডেট :
২৪ এপ্রিল ২০২৩, সোমবার
- / 9
পুবের কলম,ওয়েবডেস্ক: সউদি আরবে নিয়মিতভাবে সাপ্তাহিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ইরান। রিয়াধের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর পর তেহরান এই সিদ্ধান্ত নিতে চলেছে। সম্প্রতি সউদি আরব এবং ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পুন:প্রতিষ্ঠিত হয়েছে।
রবিবার ইরানের পরিবহনমন্ত্রী মেহেরদাদ বাজরপশ জানান, সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার জন্য ইরানকে অনুরোধ জানিয়েছে সউদি আরব। বাজরপশ বলেন, ইরানি হজযাত্রী পাঠানোর মাধ্যমে সউদি আরবের সঙ্গে ফ্লাইট চালু করা হবে।
ইরানের পরিবহনমন্ত্রী আরও বলেন, সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে হজ ফ্লাইটসহ ইরান ও সউদির মধ্যে অসামরিক বিমান পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।
বিমান পরিষবা চালুর ব্যাপারে ইরান তার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও ঘোষণা করেন তিনি। গত মাসে চিনের মধ্যস্থতায় বেজিংয়ে ইরান এবং সউদির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি সই হয়। এরপর থেকে দুই দেশই সম্পর্ক উন্নয়নের জন্য বহুমুখী উদ্যোগ ও পরিকল্পনা নিচ্ছে।