৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞায় ইরানকে,টপকে শীর্ষে রাশিয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 6

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সবচেয়ে বেশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দিক থেকে ইরান ও সিরিয়াকে ছাড়িয়ে তালিকার শীর্ষে চলে এল রাশিয়া। নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী মার্কিন ওয়েবসাইট কাস্টেলাম ডট এআই এই তথ্য দিয়েছে।  গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে।  কাস্টেলামের তথ্যানুযায়ী, এ বছরের ২২ ফেব্রুয়ারির আগেই রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৫৪টি নিষেধাজ্ঞা জারি ছিল।

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে আরও ২ হাজার ৭৭৮টি নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত মোট নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ৫৩২। এর মধ্য দিয়ে সর্বোচ্চ নিষেধাজ্ঞার তালিকায় শীর্ষস্থানে থাকা ইরানকে ছাড়িয়ে গেছে মস্কো। ইরানের বিরুদ্ধে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সংখ্যা ৩ হাজার ৬১৬। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলোর ২১ শতাংশই দিয়েছে আমেরিকা। ১৮ শতাংশ নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিষেধাজ্ঞায় ইরানকে,টপকে শীর্ষে রাশিয়া

আপডেট : ৮ মার্চ ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সবচেয়ে বেশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দিক থেকে ইরান ও সিরিয়াকে ছাড়িয়ে তালিকার শীর্ষে চলে এল রাশিয়া। নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী মার্কিন ওয়েবসাইট কাস্টেলাম ডট এআই এই তথ্য দিয়েছে।  গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে।  কাস্টেলামের তথ্যানুযায়ী, এ বছরের ২২ ফেব্রুয়ারির আগেই রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৫৪টি নিষেধাজ্ঞা জারি ছিল।

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে আরও ২ হাজার ৭৭৮টি নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত মোট নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ৫৩২। এর মধ্য দিয়ে সর্বোচ্চ নিষেধাজ্ঞার তালিকায় শীর্ষস্থানে থাকা ইরানকে ছাড়িয়ে গেছে মস্কো। ইরানের বিরুদ্ধে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সংখ্যা ৩ হাজার ৬১৬। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলোর ২১ শতাংশই দিয়েছে আমেরিকা। ১৮ শতাংশ নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন।