কলকাতাSaturday, 27 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

২০০ মেধাবীকে নিয়ে রাজ্য সিভিল সার্ভিস ট্রেনিং কোর্সের সূচনা

mtik
November 27, 2021 8:12 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ এরাজ্য থেকে সিভিল সার্ভিসের পরীক্ষার্থীর সংখ্যা ক্রমেই হারিয়ে যাচ্ছে। যার মূল কারণ সচেতনতার অভাব। এমনটাই মনে করছেন সিভিল আধিকারিকেরা।

বাংলায় আইএএস-আইপিএস অফিসার বৃদ্ধির জন্য রাজ্যে সরকারের উদ্যোগে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার তৈরি করা হয়েছে। সেখানেই স্বল্প খরচে ছাত্রছাত্রীদের ট্রেনিং কোর্সের ব্যবস্থা করছে রাজ্য। ২০২২ বর্ষে ২০০ জন মেধাবী শিক্ষার্থীদের নিয়ে একটি শিবির শুরু হয়েছে।

শনিবার সল্টলেক বিদ্যুৎ ভবনে ওই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয়। এরই পাশাপাশি এদিন ২০২২ সালের ইউপিএসসি পরীক্ষার জন্য যে প্রথম ব্যাচ শুরু হয়েছে, তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে দেশের অন্যতম সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র দিল্লির খান স্টাডি এবং চেন্নাইয়ের শংকর আই এ এস স্টাডি সেন্টারের সঙ্গে রাজ্যের একটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, এস এন টি সি এস এস সির চেয়ারম্যান তথা রাজ্যের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায়, কলকাতা পুলিশের সিপি সৌমেন মিত্র, বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার সহ সরকারি অন্যান্য আধিকারিকেরা।

এই অনুষ্ঠানে যোগদিয়ে মুখ্যসচীব এইচ কে দ্বিবেদী জানান, আমাদের স্কুল শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বাংলার প্রতিটি জেলা থেকেই মেধাবী পড়ুয়াদের বেছে নেওয়ার কাজ চালায়। এর ফলে পড়াশোনার পাশাপাশি জীবনের লক্ষ্যমাত্রাও নির্ধারিত হয়ে যাবে প্রথম থেকেই।