পুবের কলম ডেস্ক:আরেকবার বর্তমান বাংলাদেশ সরকারের আধিপত্যবাদী, ফ্যাসিবাদী চেতনা প্রকাশিত হল। সাংবাদিক ও আপামর জনগণের আপত্তিকে গ্রাহ্য না করেই বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সোমবার দুপুরে রাষ্ট্রপতি এ বিলে স্বাক্ষর করেন যা বিলটিকে আইনে পরিণত করল।
ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা নিয়ে বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম ও নাগরিক সমাজের তীব্র আপত্তি রয়েছে। এসব ধারা গণমাধ্যমের পেশাগত স্বাধীনতার জন্য হুমকি বলে তারা আইনটি প্রণয়ণের উদ্যোগ থেকে শুরু করে প্রতিটি ধাপেই বিরোধিতা করেছে। এতে জনগণের তথ্য অধিকার এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা খর্ব করা হয়েছে।
আইন প্রয়োগে কর্মকর্তাদের দায়মুক্তি দেওয়া, বিনা ওয়ারেন্টে তল্লাশি ও গ্রেফতারের পাশাপাশি ক্ষতিকর তথ্য উপাত্ত অপসারণের বিধান রাখা হয়েছে।
Get real time update about this post categories directly on your device, subscribe now.
Leave a Reply