৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় মূল্যস্ফীতি চার দশকে সর্বোচ্চ

ইমামা খাতুন
  • আপডেট : ২২ জুলাই ২০২২, শুক্রবার
  • / 12

পুবের কলম ওয়েব ডেস্কঃ করোনার মাঝেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে এর প্রভাব সারা বিশ্বের অর্থনীতির ওপর পড়ে। দরিদ্র, মধ্যবিত্ত এমনকী ধনী দেশের অর্থনীতিও টলে যায়। এখন দেশে দেশে মূল্যস্ফীতি বেড়েই চলেছে। প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। জীবনযাত্রার ব্যয় আগের চেয়ে এখন অনেক বেশি। এরই ধারাবাহিকতায় কানাডাতেও মূল্যস্ফীতি বেড়ে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

 

এর আগে আমেরিকা ও ব্রিটেনে মূল্যস্ফীতি বেড়ে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়। কানাডার পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, চলতি বছরের জুনে ভোক্তা মূল্যসূচক বেড়ে  ৮ দশমিক ১ শতাংশে দাঁড়ায়। মে মাসে মূল্যস্ফীতির এই হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। ১৯৮৩ সালের পর এটাই কানাডার মূল্যস্ফীতিতে বড় পরিবর্তন। জানা গেছে, পেট্রোলের দাম বাড়ার কারণেই জুনে মূল্যস্ফীতি বেড়ে আকাশচুম্বী হয়।

 

পরিসংখ্যান বিভাগ জানায়, প্রতি ঘণ্টায় মজুরি মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ  হয়েছে। তাছাড়া গত বছরের একই সময়ে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ২ শতাংশ। তবে কানাডার মূল্যস্ফীতি প্রায় ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হলেও এখনও আমেরিকার চেয়ে কিছুটা কম। কারণ মার্কিন মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১ শতাংশে, যা ১৯৮১ সালের পর সর্বোচ্চ। এদিকে ব্রিটেনের মূল্যস্ফীতি  বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪ শতাংশে, যা ১৯৮২ সালের পর সর্বোচ্চ।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কানাডায় মূল্যস্ফীতি চার দশকে সর্বোচ্চ

আপডেট : ২২ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ করোনার মাঝেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে এর প্রভাব সারা বিশ্বের অর্থনীতির ওপর পড়ে। দরিদ্র, মধ্যবিত্ত এমনকী ধনী দেশের অর্থনীতিও টলে যায়। এখন দেশে দেশে মূল্যস্ফীতি বেড়েই চলেছে। প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। জীবনযাত্রার ব্যয় আগের চেয়ে এখন অনেক বেশি। এরই ধারাবাহিকতায় কানাডাতেও মূল্যস্ফীতি বেড়ে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

 

এর আগে আমেরিকা ও ব্রিটেনে মূল্যস্ফীতি বেড়ে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়। কানাডার পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, চলতি বছরের জুনে ভোক্তা মূল্যসূচক বেড়ে  ৮ দশমিক ১ শতাংশে দাঁড়ায়। মে মাসে মূল্যস্ফীতির এই হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। ১৯৮৩ সালের পর এটাই কানাডার মূল্যস্ফীতিতে বড় পরিবর্তন। জানা গেছে, পেট্রোলের দাম বাড়ার কারণেই জুনে মূল্যস্ফীতি বেড়ে আকাশচুম্বী হয়।

 

পরিসংখ্যান বিভাগ জানায়, প্রতি ঘণ্টায় মজুরি মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ  হয়েছে। তাছাড়া গত বছরের একই সময়ে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ২ শতাংশ। তবে কানাডার মূল্যস্ফীতি প্রায় ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হলেও এখনও আমেরিকার চেয়ে কিছুটা কম। কারণ মার্কিন মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১ শতাংশে, যা ১৯৮১ সালের পর সর্বোচ্চ। এদিকে ব্রিটেনের মূল্যস্ফীতি  বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪ শতাংশে, যা ১৯৮২ সালের পর সর্বোচ্চ।