পুবের কলম, ওয়েবডেস্ক: ফের রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। ৮ জুলাই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন । মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৫,০৯,২১৮ জন । রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। ফলে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ছে সরকারের এমনটাই মনে করছে অনেকে । চলতি বছরের জুন মাস থেকেই ভয়াবহ রূপ ধারণ করে করোনা । প্রতিদিন বেড়ে চলছিল আক্রান্তের সংখ্যা । কড়া হাতে রাশ ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারের পক্ষ থেকে রাজ্যজুড়ে আরোপ হয় কড়া বিধিনিষেধ । দোকান- বাজার, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন সমস্ত কিছুই বন্ধ রাখা হয় । প্রত্যেক ক্ষেত্রে সময় নির্ধারিত করা হয় সরকারিভাবে । জুন মাসের শেষের দিকে সংক্রমণ হ্রাস পাওয়ায় বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলেও বন্ধ রাখা হয় গণপরিবহণ।
পয়লা জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হয় বাস, অটো, টোটো , তবে বন্ধ রাখা হয় লোকাল ট্রেন । বাস চালু হলেও লোকাল ট্রেন বন্ধ । তাতেই ক্ষোভপ্রকাশ করেন সাধারণ মানুষজন । লোকাল ট্রেন চালুর দাবিতে একাধিক স্টেশনে বিক্ষোভ দেখান রেলের নিত্য যাত্রীরা । সকলে আশা করেছিলো পয়লা জুলাই থেকে হয়তো চলতে পারে লোকাল ট্রেন । কিন্তু সংক্রমণের দিক খেয়াল রেখে ট্রেন চলাচলে অনুমতি দেয়নি রাজ্য সরকার ।
ফের বাড়তে শুরু করেছে করোনা । এই পরিস্থিতিতে সকলের কপালেই চিন্তার ভাঁজ । ট্রেন যাত্রীদের কাছে আশার আলো হিসেবে ছিল ১৫ জুলাই । তখন হয়তো ট্রেন চলাচলে ছাড় দিতে পারেন মুখ্যমন্ত্রী । তবে যেভাবে সংক্রমণ বাড়তে শুরু করেছে তাতে কি ট্রেন চালুর অনুমতি দেবে রাজ্য সরকার? এই দুই-এর টানাপোড়েনে রেল যাত্রীরা।