জাকার্তা, ৭ জানুয়ারিঃ বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের পূর্ণ সদস্যপদ পেয়েছে ইন্দোনেশিয়া। জোটটির বর্তমান সভাপতি দেশ ব্রাজিল জানিয়েছে, উদীয়মান অর্থনীতির দেশগুলোর শক্তি বৃদ্ধি ও ‘গ্লোবাল সাউথ’র (বিশ্বের দক্ষিণের উন্নয়নশীল দেশগুলো) স্বার্থ রক্ষায় ইন্দোনেশিয়াকে আনুষ্ঠানিকভাবে ব্রিকসের পূর্ণ সদস্য করে নেওয়া হচ্ছে।
এর মধ্য দিয়ে রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস আরও সম্প্রসারিত হলো। আগে থেকেই ব্রিকসে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়ে আসছিল ইন্দোনেশিয়া। গত বছরের নভেম্বরে ব্রিকসের সহযোগী দেশের মর্যাদা পায় দেশটি।
জোটের বাকি সদস্য দেশগুলোও ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তিতে সায় দিয়েছে। চলতি বছর ব্রিকসের সভাপতিত্ব করবে ব্রাজিল। ব্রাজিল সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইন্দোনেশিয়া ব্রিকসের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈশ্বিক শাসন প্রতিষ্ঠানের সংস্কারে সমর্থন করে এবং গ্লোবাল সাউথের মধ্যে সহযোগিতা গভীর করতে ইতিবাচক ভূমিকা রাখে।’