ইনামুল হক, বারাসতঃ ইন্ডিয়ান আইডল খ্যাত অরুনিতা কাঞ্জিলালকে সংবর্ধনা দিল ন্যাশনাল হিউম্যান রাইটস কাম মিডিয়া অর্গানাইজেশন। বাংলার মফস্বল শহর বনগাঁ থেকে উঠে আসা সুরেলা কন্ঠের মেয়ে অরুনিতা কাঞ্জিলাল আজ সঙ্গীত প্রতিভার অনন্যা কন্যা। ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় বিজয়ী বা রানারআপ। অল্প বয়েসে বাংলা সারেগামাপা জয় করেছে। এবার ইন্ডিয়ান আইডলে সারা ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। সুন্দর হিন্দি উচ্চারণ করে সর্বভারতীয় শিল্পীদের সাথে যে ভাবে বাংলাকে তুলে ধরেছে তা প্রশংসার দাবি রাখে। মুম্বাই ইন্ডাস্ট্রিতে বড় বড় মিউজিক ডিরেক্টরদের সামনে দ্বিধাহীনভাবে সুন্দর সুরেলা কন্ঠ ও হিন্দি উচ্চারণ এর মাধ্যমে সে যে প্রতিভার স্পুরণ ঘটিয়েছে তার জন্য আজ প্রতিটি বাঙালি গর্বিত। এমনটাই জানালেন, হিউম্যান রাইটস কাম মিডিয়া অর্গানাইজেশনের রাজ্য সভাপতি ইমরান আলি শাহ। ভবিষ্যতে বাংলার সোনার মেয়ে অরুনিতা ভারতের বিখ্যাত ও প্রথমসারির গায়িকা উঠবেন বলে তিনি আশাবাদী। এদিন অরুনিতার পিতা প্রাক্তন প্রধান শিক্ষক অবনী কাঞ্জিলাল জানান,অরুনিতা ছোট থেকেই খুব শান্ত স্বভাবের। গান গাইতে ভালোবাসে।সব ধরনের গান সহজে আয়ত্ত করতে পারে।অরুনিতা যাতে ভবিষ্যতে বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল করতে পারে তার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন। বৃহস্পতিবার অরুনিতার বাড়িতে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস মিডিয়া অর্গানাইজেশনের রাজ্য সম্পাদক শেখ সাজিদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আরমান আলী শাহ, সমাজসেবী অরিন্দম মুখার্জী, সমাজসেবী রহমান মোল্লা সহ বিশিষ্টরা।
ব্রেকিং
- সোনারপুরের বেসরকারি স্কুলে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বোম স্কোয়ার্ড
- মমতা বলার পরই শুরু তৎপরতা, আলু পিয়াজের দাম কী কমবে? প্রশ্ন ক্রেতাদের
- জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও শহরে মিলবে না ঠাণ্ডা
- ‘ময়নাতদন্তের পরেও বেঁচে উঠল লাশ’ ঢোকানো হত চুল্লিতে, রাজস্থানে অদ্ভুতুড়ে কাণ্ড
- ওবিসি শংসাপত্র বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টের শুনানি: পরবর্তী তারিখ ৯ ডিসেম্বর
- ভারতকে লড়াইয়ে ফেরালেন বুমরাহ
- বাংলাদেশে নয়া নির্বাচন কমিশনার
- ইউক্রেনের দখল করা ভূখণ্ড ছাড়বে না রাশিয়া
- ইসরাইলের হাতে নিহত গাজার ১৭ হাজার শিশু, এতিম ৩৫ হাজার
- গয়ংগচ্ছ ভাবের অভিযোগ, শূন্যের গেরো কাটাতে ‘ভোটকুশলী’ চেয়ে বিজ্ঞাপন CPIM-এর
- অস্ট্রেলিয়া-ভারত পারথে সিরিজ: ভারতের ব্যাটিং ও বোলিং শক্তি
- শীতকালীন অধিবেশনে পাঁচ নতুন বিল পেশ করতে চলেছে মোদি সরকার