ওয়াশিংটনে আত্মঘাতী ভারতীয় উদ্যোগপতি, স্ত্রী-পুত্রকে খুন করে আত্মহত্যা অনুমান গোয়েন্দাদের

- আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার
- / 59
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় উদ্যোগপতি এবং তাঁর স্ত্রী-পুত্রের রহস্যমৃত্যু। ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটনে। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যা করেছেন ওই ভারতীয় উদ্যোগপতি।তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনও বুঝতে পারেনি পুলিশ।
মৃত উদ্যোগপতির নাম হর্ষবর্ধন কিক্কেরি। বয়স ৫৭ বছর। মাইসুরুর বাসিন্দা। রোবোটিক্স সংস্থা ‘হোলোওয়ার্ল্ডে’র সিইও। তাঁর স্ত্রী শ্বেতা পনিয়াম। তিনি সংস্থার যুগ্ম প্রতিষ্ঠাতা। গত বৃহস্পতিবার রাতে তাঁদের মৃত্যু হয় বলে জানা গেছে। ভারতীয় দম্পতির ১৪ বছরের ছেলেও মারা গেছে বলে খবর। তাঁদের সাত বছরের আরও একটি ছেলে রয়েছে। সে বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যায় বলে খবর। ঘটনার দিন সন্ধ্যা সাতটায় ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সামনের দরজার নীচ দিয়ে রক্তর ধারা বেরিয়ে আসতে দেখেন তদন্তকারীরা। রাস্তা থেকে একটি বুলেটও উদ্ধার হয়। ঘটনার পিছনের আসল কারণ খুঁজে দেখছে গোয়েন্দারা।
আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে মন্দিরের দেওয়ালে চাপা পড়ে মৃত্যু ৮, আহত একাধিক
প্রযুক্তি ক্ষেত্রে স্বনামধন্য উদ্যোগপতি হর্ষবর্ধনের পড়াশোনা শুরু মাইসুরুতে। পরে অবশ্য আমেরিকায় গিয়ে বাকি পড়াশোনা শেষ করেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করার পর হর্ষবর্ধন মাইক্রোসফটে যোগ দেন। রোবটিক্সে ৪৪টি আন্তর্জাতি পেটেন্ট রয়েছে তাঁর। পেয়েছেন ইনফোসিসের এক্সেলেন্স অ্যাওয়ার্ডের মতো বহু সম্মান। তাঁর আত্মহত্যার কারণ কী তা বুঝতে পারছেন না গোয়েন্দারা। তবে ঘটনাস্থল ও অন্যান্য দিক খতিয়ে দেখে তদন্তকারীরা আত্মহ্ত্যার সম্ভাবনাকেই বেশি জোরালো কারণ বলে মনে করছেন। স্ত্রী-পুত্রকে খুন করে ভারতীয় উদ্যোগপতি আত্মহনন করেছে বলে মনে করা হচ্ছে। তবে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।