পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি ভারতীয় সেনার, ধৃতকে কোর্ট মার্শালে ১০ বছরের জেল

- আপডেট : ২৪ জুলাই ২০২৩, সোমবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত সেনাকর্মীকে ‘কোর্ট মার্শাল’ করল ভারতীয় সেনা। ১০ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হল অভিযুক্ত সেনাকে। নয়া দিল্লিতে পাকিস্তান দূতাবাসের একজন কর্মচারীকে গোপন তথ্য পাচার করার অভিযোগে ওই সৈনিক ধরা পড়েন। জানা গেছে, ধৃত সৈনিক উত্তর সীমান্তের তথ্য পাচার করছিলেন।
এক সেনা আধিকারিক জানিয়েছেন, একজন মহিলা অফিসারের নেতৃত্বে কোর্ট মার্শালে দশ বছরের বেশি জেল হয় ওই অভিযুক্ত সেনার। আবিদ হোসেন ওরফে নায়েক আবিদ নামে এক পাকিস্তানি দূতাবাসে কর্মরত এক গুপ্তচরের সঙ্গে তথ্য ভাগাভাগি করার অভিযোগ ওঠে অভিযুক্ত সেনার বিরুদ্ধে। আবিদ হোসেন দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে কর্মরত ছিলেন। অভিযুক্ত সেনা চিনা সীমান্তে পোস্টিং ছিলেন। তথ্য জানাচ্ছে, যখন উত্তরের প্রতিপক্ষরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে (এলএসি) অনুপ্রবেশের চেষ্টা করছিল, তখন এই সব তথ্য পাচার করার কাজ চলছিল। তবে ভারতীয় সেনার একটি সূত্র জানাচ্ছে, ওই সেনার কাছ থেকে নিতান্ত মামুলি কিছু তথ্য পাচার হয়েছে।