পুবের কলম, ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান। শুক্রবার দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হল ভারতের বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ এর ল্যান্ডারের নাম ‘বিক্রম।’ চন্দ্রযান-৩ রোভারের নাম প্রজ্ঞান। নামবে চাঁদের দক্ষিণ মেরুতে। গতবারের চেয়েও কম খরছে তৈরি হয়েছে এই চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতেই প্রথম জলের খোঁজ পেয়েছিল ইসরো। আগামী ২৩ আগস্ট চাঁদে নামবে চন্দ্রযান-৩। ইসরো ডিরেক্টর এস সোমনাথ জানিয়েছেন, ‘১৪ জুলাই দুপুর ২.৩৫ মিনিটে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ। সবকিছু ঠিক ঠাক থাকলে ২৩ আগস্ট এটি চাঁদে অবতরণ করবে। তারিখের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যখন চাঁদে সূর্যোদয় হয়। তবে যদি কোনও কারণে বিলম্বিত হয় তবে আমাদের সেপ্টেম্বরে পরবর্তী মাসের অবতরণের দিন ঠিক করে রাখতে হবে’।
#WATCH | Indian Space Research Organisation (ISRO) launches #Chandrayaan-3 Moon mission from Satish Dhawan Space Centre in Sriharikota.
Chandrayaan-3 is equipped with a lander, a rover and a propulsion module. pic.twitter.com/KwqzTLglnK
— ANI (@ANI) July 14, 2023
চন্দ্রযান-৩ মিশন লিড করছেন এক ভারতীয় মহিলা বিজ্ঞানী। যার নাম ঋতু করিধাল। যাঁকে ভারতের ‘রকেট ওম্যান’ আখ্যা দেওয়া হয়েছে। ল্যান্ডিং-এর দায়িত্ব রয়েছে ঋতুর কাঁধে। বিজ্ঞানী ঋতু করিধাল লখনউয়ের বাসিন্দা। চন্দ্রযান মিশন-২-এর দায়িত্ব ছিল ঋতুরই কাঁধে।
চন্দ্রযান-৩ ভারতের তৃতীয় চন্দ্র অণ্বেষণ মিশন। উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত সবচেয়ে ভারী রকেট LVM-3। তাঁর আগে ২৪ ঘণ্টা ধরে চলেছে চন্দ্রযান-৩-এর ড্রেস রিহার্সাল। চাঁদের মাটিতে চন্দ্রযান-৩-কে সফল ভাবে সফট ল্যান্ডিং করিয়ে গবেষণার কাজ শুরু করাই মূল লক্ষ্য ইসরোর। চন্দ্রযান-৩ নিয়ে গোটা ভারতের আশা আরও দ্বিগুণ। গোটা দেশ এই মিশনের সাফল্য কামনা করছেন। অভিযান সফল হলে চতুর্থ দেশ হবে ভারত।
বৃহস্পতিবারই প্যারিস থেকে একটি ট্যুইট করে চন্দ্রযান-৩-এর সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লেখেন, ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে ১৪ জুলাই দিনটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের তৃতীয় মুন মিশন, চন্দ্রযান-৩ এদিন থেকেই যাত্রা শুরু করবে। চাঁদের উদ্দেশে দেশবাসীর স্বপ্ন, আশা, আকাঙ্খা নিয়ে সঙ্গে উড়ান শুরু করবে এই মিশন’।