ভারত ভূখণ্ডে সন্ত্রাসবাদ দমনে কঠোর দেশ, জরুরি ভিত্তিতে ৭৫০টি ড্রোন কিনছে সেনা

- আপডেট : ২৬ অক্টোবর ২০২২, বুধবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: এবার ভারত ভূখণ্ডে সন্ত্রাসবাদ দমনে বরাবরই সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীপাবলির দিন কার্গিলে সেনাদের সঙ্গে কাটিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেও সন্ত্রাস দমনে সরব হয়ে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকারের কড়া অবস্থানের তুলে ধরেন। দুর্নীতিপরায়ণরা যত শক্তিশালী হোক না কেন, কেউ পার পাবে না৷
সন্ত্রাস, নকশাল, চরমপন্থার বিরুদ্ধেও তাঁর সরকার কতটা কড়া অবস্থান নিয়েছে। দেশ ক্রমশই আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। দেশেই এখন তৈরি হচ্ছে সেনাবাহিনীর বহু অস্ত্র৷ যে অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন দেশের সেনা জওয়ানরা৷
সম্প্রতি একাধিকবার পঞ্জাব, জম্মু-সহ একাধিক পাক সীমান্তে হামলার ঘটনা ঘটেছে।বহু ক্ষেত্রে সেইসব ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে বিএসএফ। এবার জঙ্গি ড্রোন হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে ৭৫০টি ড্রোন কিনতে চলছে ভারতীয় সেনা।
এলওসিতে সেনার শক্তি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এলওসি বরাবর কৌশলগত সুবিধা বজায় রাখছে, যাতে পাকিস্তানি সেনাবাহিনীর সন্ত্রাসবাদীদের এপারে ঠেলে দেওয়ার পরিকল্পনাগুলিকে ব্যর্থ করতে নিশ্চিত পদক্ষেপ নিতে পারে তারা৷ সেনা আধিকারিকরা বলেছেন যে সন্ত্রাসবাদী অনুপ্রবেশ ইস্যুতে সমস্ত ধরণের চ্যালেঞ্জ মোকাবিলায় এলওসি বরাবর গ্রিড এবং নজরদারি আরও শক্তিশালী করা হয়েছে।
সেনার সূত্রে খবর, ‘প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনে জরুরি ভিত্তিতে ৭৫০টি ড্রোন কেনার প্রক্রিয়া শুরু করেছে সেনা। বিশেষত সীমান্তের দুর্গম অঞ্চলগুলিতে এই ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে। বিশেষ করে সীমান্তে অঞ্চলে জঙ্গি রুখতে এই ড্রোনগুলি অধিক কার্যকর হবে। পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে এই আধুনিকমানের ড্রোনগুলি কাজে আসবে। এই ড্রোনগুলি থ্রিডি প্রযুক্তির মাধ্যমে ছবি পাঠাতে সক্ষম। লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে সেনাকর্মীদের সাহায্য করবে এই অত্যাধুনিক মানের ড্রোন। পাকিস্তানি ড্রোন হামলা মোকাবিলায় সাম্প্রতিককালে এটিই সেনার সবচেয়ে বড় পদক্ষেপ।
এখনও অবধি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া ২৩টি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। এর মধ্যে ১৩টি ঘটনা চলতি বছরের।