পুবের কলম, ওয়েবডেস্ক: বিতর্কিত মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রামমন্দির উদ্বোধনের মধ্য দিয়েই প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে ভারত, মঙ্গলবার এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন তিনি। আরএসএস প্রধান বলেন, ‘বহু শতাব্দী ধরে নির্যাতনের সম্মুখীন ভারতের প্রকৃত স্বাধীনতা সেদিন পেয়েছিল, যেদিন অযোধ্যায় রামমন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের স্বাধীনতা ছিল কিন্তু তা প্রতিষ্ঠিত ছিল না।’
#WATCH | Indore, Madhya Pradesh | RSS Chief Mohan Bhagwat says, "…The true independence of India, which had faced many centuries of persecution, was established on that day (the day of Ram Temple's 'Pran Pratishtha'). India had independence but it was not established…"… pic.twitter.com/swrpc4T809
— ANI (@ANI) January 14, 2025
Read More: ল্যান্ডমাইন বিস্ফোরণ, উপত্যাকায় আহত ৬ সেনা জওয়ান
মধ্যপ্রদেশের ইন্দোরে এক অনুষ্ঠানে ভাগবত বলেছেন, ‘১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশদের কাছ থেকে ভারত রাজনৈতিক স্বাধীনতা লাভ করে। একটি লিখিত সংবিধানও প্রণয়ন করা হয়েছিল। কিন্তু সেই সময়ের দৃষ্টিভঙ্গির চেতনা অনুসারে সংবিধানটি পরিচালিত হয়নি।’ উল্লেখ্য, ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।