পুবের কলম প্রতিবেদক: দ্বিতীয় দফায় কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন হল কলকাতা পুরসভায়। ১৪৪ জন কাউন্সিলরদের মধ্যে যে ১৮ জন কাউন্সিলর বাকি ছিলেন, সোমবার শপথ গ্রহণ হয় তাঁদের।
এদের মধ্যে উল্লেখযোগ্য, নব নির্বাচিত ৯২ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর মধুছন্দা দেব, ১০৩ নম্বর ওয়ার্ডের জয়ী সিপিআইএম কাউন্সিলর নন্দিতা রায়, ৫০ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। যদিও ২০ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায় এদিনও অনুপস্থিত ছিলেন। সব মিলিয়ে সোমবার ১৭ জন কাউন্সিলর শপথ নেন। এদিকে শপথ গ্রহণের পরই বিরোধী ঐক্য এক হওয়ার ডাক দেন ৫০ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।
শুক্রবার দিন মূলত শপথ নেন তৃণমূলের সব কাউন্সিলররা। সেদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন কারণ দেখিয়ে আসেননি বিরোধীরা। বিরোধীদের এই গড় হাজিরাকে অনেকেই বিরোধী ঐক্যের ইঙ্গিত বলে মনে করছিলেন। সোমবার যেন সেই জল্পনাই কিছুটা বাস্তব রূপ পেল। এদিন দু’তরফের কাউন্সিলররাই পরস্পরের প্রতি সৌজন্য দেখান।