পুবের কলম, ওয়েবডেস্ক: প্রেমের নামে ‘ধোঁকা’ ? সারপ্রাইজ দেওয়ার নাম করে চোখ বেঁধে প্রেমিকের যৌনাঙ্গ কেটে নিল প্রেমিকা, ডোমজুড়ে তীব্র চাঞ্চল্য। প্রেমের নামে ‘ধোঁকা’ দেওয়ায় প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিল প্রেমিকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের পার্বতীপুরে। আশঙ্কাজনক অবস্থায় প্রেমিক যুবককে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রেমিকাকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, দু’জনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু কোনও কারণে যুবতীকে ব্ল্যাকমেইল করছিল ওই যুবক। শনিবার রাতে তাকে ডেকে পাঠায় যুবতী। বাড়ির কাছেই প্রেমিক যুবককে বাগানে ডেকে নিয়ে যায় সে। এরপর গাছের সঙ্গে তাকে বেঁধে দেয়। চোখ ঢেকে দেওয়া হয়। এরপরই আচমকা ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় প্রেমিকের পুরষাঙ্গ। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে, পরিবারের লোকেরাও ঘটনার নিন্দা করেছেন।