পুবের কলম, ওয়েব ডেস্কঃ টানা ছ’বছর পর আজ সোমবার থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হল বিধানসভা অধিবেশন। আর এই অধিবেশনের প্রথম দিনেই তুমুল হই-হট্টগোল। এ দিন সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির বিরোধিতা করে জম্মু কাশ্মিরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে প্রস্তাব আনেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) বিধায়ক ওয়াহিদ পারা।
স্পিকার আব্দুর রহিম রাঠেরের কাছে এই প্রস্তাব জমা দিয়ে আলোচনার দাবি জানান ওয়াহিদ। এই প্রস্তাব জমা দেওয়ার পরই বিজেপির ২৮ জন বিধায়ক উঠে দাঁড়িয়ে বিরোধিতা করেন। শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। বিধানসভার নিয়ম ভাঙায় পিডিপি বিধায়ককে সাসপেন্ড করার দাবি জানান বিজেপি বিধায়করা।
বিধানসভার মধ্য বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হতেই স্পিকার বিক্ষুব্ধ বিধায়কদের তাদের আসন গ্রহন করার অনুরোধ করেন। কিন্তু অনুরোধ উপেক্ষা করেই হট্টগোল চালিয়ে যেতে থাকেন তাঁরা। এরপরেই বিধানসভায় নিয়ম লঙ্ঘনের দায়ে শ্যামলাল শর্মাকে সাসপেন্ড করেন স্পিকার।
বিজেপি বিধায়কদের বিক্ষোভ দেখে নিন্দায় সরব হয় ন্যাশনাল কনফারেন্সের বিধায়করা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ‘এগুলো শুধু ক্যামেরায় দেখানোর জন্য করা হচ্ছে। একজন সদস্য ঠিক করবে না বিধানসভায় কীভাবে কাজ হবে বা কী নিয়ে আলোচনা হবে।’
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগষ্ট লোকসভায় ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত পাস হয়। এর ছ’বছর পর কাশ্মীরে নির্বাচন হয়। ক্ষমতায় আসে এনসি-কংগ্রেস জোট। মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আবদুল্লা।