পুবের কলম ওয়েবডেস্কঃ আরও একবার ভাঙন ধরল গেরুয়া শিবিরে। এবার তৃণমূলে যোগদান করলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। শনিবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যোগদান করলেন জোড়াফুল শিবিরে।
এই নিয়ে মোট চারজন বিধায়ক যোগদান করলেন তৃণমূলে। গত ২রা মে ঘোষণা হয় রাজ্য বিধানসভা নির্বাচনের ফল। তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। বিজেপি পায় ৭৭টি আসন।
সবার প্রথমে বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন মুকুল রায়, এরপর শিবির বদল করেন বিষ্ণুপর এবং বাগদার বিধায়ক তন্ময় ঘোষ এবং বিশ্বজিৎ দাস। এছাড়াও নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার বিধায়ক পদে গ্রহণ করেননি। সব মিলিয়ে এবার বিজেপি বিধায়কের সংখ্যা কমে দাঁড়াল ৭১।
অন্যদিকে যোগদানের পর কালিয়াগঞ্জের বিধায়ক বলেন” আমার মন, প্রাণ তৃণমূলে ছিল, দিদি উত্তরবঙ্গের জন্য লড়াই করছেন। এই উন্নয়নের কাজে অংশ নিতে আমি দলে যোগদান করেছি। মাঝে যে সময়টুকু আমি ছিলামনা সেটা আমার ভুল। আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম, আমি তার জন্য ক্ষমাপ্রার্থী।”