ইনামুল হক, বসিরহাট: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, আর কয়েক ঘন্টা বাদে আছরে পড়তে পারে সুন্দরবনের বিভিন্ন এলাকায়। চলছে মাইকিং প্রচার। সঙ্গে চলছে সাধারণ মানুষদের নিরাপদে আশ্রয় নিয়ে যাওয়ার কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা শাসকের দফতরে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী নেতৃত্বে মহাকুমা শাসক ও শেষ দপ্তরের আধিকারিকদের নিয়ে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সব রকম প্রস্তুতি মিটিং হয়।
সুন্দরবনের হিঙ্গলগঞ্জ সন্দেশখালি, হাসনাবাদ, হাড়োয়া সহ ছটি ব্লকের এখনো পর্যন্ত ১১৩০০, জনকে ৪ ত্রাণ শিবিরে আনা হয়েছে। হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকায় বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। ভেসেল পরিষেবা বন্ধ। রায়মঙ্গল,গৌড়েশ্বর নদীর ঘাট গুলিতে রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ইমারজেন্সি পুলিশ। নজরদারি চলছে প্রশাসনের পক্ষ থেকে।
পাশাপাশি নদী বাঁধ মেরামতের কাজ চলছে। যে সমস্ত নদী বাঁধগুলো নড়বড়ে অবস্থা হয়ে গেছে সেগুলোকে মজবুত করার চেষ্টা করা হচ্ছে, সেচ দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে লাগাতার বৃষ্টি একভাবে মাঝারি বৃষ্টি হয়েছে। বেলা যত বাড়ছে বৃষ্টির পরিমাণ তত বাড়ছে। সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। পাশাপাশি আতঙ্কে দিন গুনছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষ। একাধিক নদী বাঁধ পরিদর্শন করছেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি ও হিঙ্গলগঞ্জ থানার ওসি উৎপল পরামানিক, বিধা্য়ক দেবেশ মন্ডল, ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজীরা।
যেসব বাধ গুলি দুর্বল হয়ে পড়েছে সেইসব বাঁধের দিকে বিশেষ করে নজর দেওয়া হয়েছে। অন্যদিকে ঝড়ের তান্ডবে কোথাও বিদ্যুতের খুঁটি বা রাস্তার উপরে তার ছিড়ে পড়লে সঙ্গে সঙ্গে তা পরিষ্কারের জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়েছে।বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে দানা ঝড় কোনরকম যাতে প্রভাব না ফেলতে পারে তার জন্য সব রকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।বৃষ্টির মধ্যেই মাইক প্রচার করছে এনডিআরএফ-এর কর্মীরা।সরকারি নির্দেশমতো সুন্দরবনের বিভিন্ন জায়গায় মাছ না ধরে নৌকা মাঝিরা ও মৎস্যজীবীরা চলে এসেছে।
তারা নদীর তীরবর্তী এলাকায় নৌকাগুলোকে নিয়ে এসে ভালো করে শক্তপোক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছে।হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েত অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ও হেল্পলাইন রাখা হয়েছে। সেই কন্ট্রোল রুম থেকে হিঙ্গলগঞ্জ ব্লক জুড়ে তদরকি করছেন পঞ্চায়েতে সদস্যরা।
Read more: ইমরান খানের মুক্তির দাবিতে মার্কিন সাংসদদের চিঠি
কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলে দ্রুত পৌঁছে যাচ্ছেন পঞ্চায়েতের উপপ্রধান সহ একাধিক সদস্যরা। ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় সতর্ক হাড়োয়া ব্লক প্রশাসনের তরফে খোলা হয়েছে ২৪ ঘন্টার জন্য হেল্প লাইন নং। পাশাপাশি নদী তীরবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে।