তীব্র তাপপ্রবাহে থাইল্যান্ড, ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ প্রশাসনের

- আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, সোমবার
- / 19
পুবের কলম, ওয়েবডেস্ক: গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে তাপপ্রবাহ থেকে মুক্তি পেল না কোনও দেশই। থাইল্যান্ডেও তীব্র দাহদাহে ওষ্ঠাগত মানুষের জীবন। রাজধানী ব্যাংককসহ থাইল্যান্ডের বড় অংশজুড়ে চরম তাপমাত্রা বিরাজ করছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করেছে প্রশাসন। ব্যাংককের বাগনা জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আর্দ্রতার কারণে এখানে ৫৪ ডিগ্রির মতো তাপমাত্রা অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। কর্তৃপক্ষ বাসিন্দাদের বাইরের কর্মকাণ্ড এড়াতে এবং হিট স্ট্রোকের বিপদ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, শনিবার অন্তত ২৮টি প্রদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।
সরকারের মুখপাত্র অনুচা বুরাপাচাইশ্রি বলেন, তাপমাত্রার তীব্রতা বিদ্যুৎ ব্যবহারের রেকর্ড ভেঙে দিয়েছে। ৬ এপ্রিল দেশে ৩৯ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেছে, যা গত বছরের এপ্রিলে ৩২ হাজার মেগাওয়াট ছিল।
প্রিন্স অফ সোংখলা ইউনিভার্সিটির উপকূলীয় সমুদ্রবিজ্ঞান এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক ম্যাথিনি ইউচারোয়েন রয়টার্সকে বলেছেন, ‘এখন যা ঘটছে তা জলবায়ু পরিবর্তনের কারণে, অস্বাভাবিক ( আবহাওয়া) এবং ঘটনাকে প্রভাবিত করছে যাকে চরম আবহাওয়া বলে।’