নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কতটা? জানতে চান বিচারপতি সিনহা

- আপডেট : ২৯ অগাস্ট ২০২৩, মঙ্গলবার
- / 8
পারিজাত মোল্লা: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে নিয়োগ সংক্রান্ত মামলা। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের কী অগ্রগতি হয়েছে? তা ইডির কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এছাড়াও ইডি এবং সিবিআই দুর্নীতি তদন্ত ইস্যুতে যে গতির সঙ্গে কাজ করছে তাতে খুব একটা খুশি নয় আদালত। সেই পরিপ্রেক্ষিতে দ্রুত তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
এই মামলায় আগেই ‘লিপস এন্ড বাউন্ডস’ কোম্পানির ডিরেক্টর সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করা হয়েছে। ওই কোম্পানির সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই কোম্পানি মারফত কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে এদিন মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, ‘এক বার সমন পাঠিয়ে কেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়নি?’ এক্ষেত্রে বিচারপতি সিনহার নির্দেশ, ‘কোম্পানির ডিরেক্টর গ্রেফতার হয়েছেন। কিন্তু কোম্পানির সিইও-র বিরুদ্ধে তদন্তের কী অগ্রগতি হয়েছে তা জানাতে হবে ইডিকে’। আগামী ১৪ সেপ্টেম্বর ইডিকে রিপোর্ট দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে।
আদালতে এই বিষয়টি নিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন নিয়োগ দুর্নীতি মামলার কেন্দ্রের আইনজীবী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ‘কোম্পানির ডিরেক্টর সুজয়কৃষ্ণকে গ্রেফতার করা হলেও কোম্পানির সিইও হিসেবে চিহ্নিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে আছেন, ঘুরছেন। তবে এই প্রেক্ষিতে ইডির আইনজীবী জানান, ‘অভিষেক এই মামলা থেকে নিষ্কৃতি পেতে মামলা করেছেন। ওই মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা বাকি। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না’।
বিচারপতি সিনহার অবশ্য মন্তব্য, ‘কড়া পদক্ষেপ নয় মানে কী? তদন্ত কি বন্ধ করে দেবেন?’ এর প্রতুত্তরে ইডির আইনজীবী জানান, ‘তদন্তের প্রয়োজনে আবার অভিষেককে তলব করা হবে’। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ কাণ্ডে তদন্তের গতি কেমন তা ইডির আইনজীবীদের কাছে জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই সঙ্গে হাইকোর্টের আরও নিয়োগ কাণ্ড নিয়ে তদন্তের জন্য কেন্দ্রীয় এজেন্সিকে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তথা সিট গঠনের নির্দেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা।