পুলিশের তৎপরতায়, উদ্ধার ট্যাক্সিতে ফেলে আসা সোনার গয়নার ব্যাগ

- আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 10
আইভি আদক, হাওড়া: হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশের তৎপরতায় দ্রুত উদ্ধার করা সম্ভব হলো ট্যাক্সিতে হারিয়ে যাওয়া সোনার গয়নার ব্যাগ। পুলিশ সূত্রের খবর, হাওড়ার শিবপুরের বাসিন্দা জনৈক শৈলেন্দ্র কুমার ঝা সোমবার বাড়ি ফেরার জন্য হাওড়া বাস স্ট্যান্ড থেকে একটি ট্যাক্সি বুক করেছিলেন। ওনার সঙ্গে একটি ব্যাগ ছিল যেটি তিনি ট্যাক্সিতে ভুলবশত রেখে নেমে পড়েন। এরপর তিনি থানায় এসে জানান তার ওই ব্যাগটিতে ছিল সোনার গয়না। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। গোলাবাড়ি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এই খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ সেই ট্যাক্সির খোজ শুরু করেন এবং খুব দ্রুততার সঙ্গে সেই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে বের করেন। সেই ট্যাক্সি থেকে হারিয়ে যাওয়া ব্যাগ ও সোনার গহনা যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা উদ্ধার করে শৈলেন্দ্রবাবুর হাতে তুলে দেওয়া হয়েছে। হারিয়ে যাওয়া সোনার গহনার ব্যাগ ফিরে পেয়ে শৈলেন্দ্রবাবু ধন্যবাদ জানান পুলিশ প্রশাসনকে।