পুবের কলম, ওয়েবডেস্কঃ লাকি-লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিহত ১০। বাড়তে পারে মৃতের সংখ্যা। রবিবার মধ্যরাতে হঠাৎ সক্রিয় হয় লাকি-লাকি আগ্নেয়গিরি। শুরু হয় অগ্ন্যুৎপাত। এতে আশপাশের কয়েকটি গ্রামে আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছায় হয়ে যায়। এমনইতেই গত সপ্তাহ থেকে ধারাবাহিক অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটছে।
Read More: উত্তরপ্রদেশে বৈধ মাদ্রাসা শিক্ষা, রায় সুপ্রিম কোর্টের
ঘটনাপ্রসঙ্গে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছন, এই অগ্ন্যুৎপাতে অন্তত ১০ হাজার ২৯৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয়দের নিরাপদে নিয়ে যাওয়ার কাজ চলছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উলাংগিটাং , পুলুলেরা, নাওকোতে, হোকেং জায়া, ক্লাতানলো, বোরু এবং বোরু কেদাং-এর কাছাকাছি ছয়টি গ্রামে।
1 Comment
Pingback: অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্রের দিকেও ঝুঁকতে পারে ইরান – Puber Kalom – Bengali News Daily