ভারতে করোনার নয়া ভ্যারিয়েন্ট ‘এক্স-ই’ র প্রথম হদিশ মিলল মুম্বইতে

- আপডেট : ৬ এপ্রিল ২০২২, বুধবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিল ‘হু’। সেই আশঙ্কাকে সত্যি করে রাজ্য এবার হানা দিল এই ভাইরাস। এই নয়া ভ্যারিয়েন্টের নাম ‘এক্স-ই’। মুম্বইতে বুধবার প্রথম এই ভাইরাসের হদিশ মিলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। আক্রান্ত একজন মহিলা।
মুম্বই পুরসভা বিএমসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ৫০ বছর বয়সী এক মহিলার দেহে এই ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। আক্রান্ত এই মহিলার দুটি করোনার ভ্যাকসিন নেওয়া আছে। তবে তার কোনও কো-মর্বিডিটি নেই। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তিনি সাউথ আফ্রিকা থেকে দেশে ফেরেন। এর পরেই তার করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট নেগেটিভ আসে। এর পর মার্চের ২ তারিখে তিনি ফের রুটিন চেক আপের সময় করোনা পরীক্ষা করান। তখন রিপোর্ট পজিটিভ আসে। মুম্বই শহরতলির বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ডে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাকে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই ৩৭৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলির জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার জন্য সেগুলিকে কস্তুরবা হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। বেশ কয়েকটি ক্ষেত্রে কাপা ভ্যারিয়েন্টের জীবাণু শনাক্ত করা গেছে। এছাড়াও ২৩০ টি নমুনার মধ্যে ২২৮টিতে ওমিক্রন ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, করোয়ার নয়া ভ্যারিয়েন্ট ‘এক্স-ই’ নিয়ে ‘হু’ জানিয়েছে, ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। এখনও পর্যন্ত ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতিটি বিশ্বে সবচেয়ে বেশি সংক্রামক হিসেবে পরিচিতি পেয়েছে। আমেরিকায় সাম্প্রতিক সংক্রমণের অধিকাংশ ক্ষেত্রেই এই ভাইরাসটি দায়ী। ব্রিটেনে চিনে আবারও করোনা মহামারী রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
কোভিডের নয়া উপসর্গের মধ্যে রয়েছে, শ্বাসের কষ্ট, ক্লান্তি, শরীরে ব্যথা, মাথা ব্যথা, গলায় ব্যথা, নাক দিয়ে জল পড়া অথবা নাক বন্ধ হয়ে যাওয়া, খিদে কমে যাওয়া, ডায়েরিয়া, জ্বরজ্বর ভাব অথবা জ্বর আসা।