পুবের কলম,ওয়েবডেস্ক: জামিনে মুক্তি পেলেন ইমরান খানের স্ত্রী বুসরা। বৃহস্পতিবার তিনি কারাগার থেকে বের হন তিনি। উল্লেখ্য, অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় প্রায় ৯ মাস কারাভোগের পর বুধবার তার জামিন মঞ্জুর হয়।
READ MORE:সীমান্তের ক্যাম্প থেকে বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু ঘিরে তদন্ত
বুশরা বিবির মুক্তি ইমরান খান ও তার পরিবারের জন্য বড় একটি আইনি স্বস্তি। তিনি জানুয়ারিতে গ্রেফতার হন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ছিলেন। পিটিআই নেতা এখনও কারাগারে রয়েছেন।
গত বছরের আগস্টে ইমরান খানকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে চলতি বছরের জানুয়ারি মাসে কারাগারে পাঠানো হয় বুশরা বিবিকেও। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে বুশরাকে মুক্তি দেওয়া হলেও একই কারাগারে এখনও বন্দি রয়েছেন ইমরান খান। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বুশরা বিবিকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করেছে।
লেখা হয়েছে, ‘বুশরা বিবিকে স্বাগত জানাই! জেলে থাকাকালীন আপনি অত্যন্ত কঠিন সময়, ঘৃণ্য প্রচারণা এবং চরিত্র হনন প্রচেষ্টার মুখোমুখি হয়েছেন।’ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগসহ আরও কয়েক ডজন মামলার মুখোমুখি হয়েছেন। ২০২২ সালে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছিল। বর্তমানে তাঁর মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে পিটিআই সমর্থকরা।
2 Comments
Pingback: ভারতের ভিসা নীতিতে অসন্তুষ্ট বাংলাদেশের মানুষঃ রিজওয়ানা হাসান
Pingback: ঘূর্ণিঝড়ের প্রভাবে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হাওড়া - PuberKalom.com