কলকাতাWednesday, 29 December 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিদেশ থেকে এলে ২২ দিনের আইসোলেশন,  রিপোর্ট নেগেটিভ হলেও মানতে হবে নির্দেশিকা

mtik
December 29, 2021 8:15 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ ওমিক্রন সংক্রমণ ঠেকাতে এবার কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার থেকে বিদেশ ফেরত প্রত্যেককে বাইশ দিন হোম আইসোলেশনে থাকতে হবে। এমনকি, করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও এই নির্দেশিকা মানতে হবে।

উল্লেখ্য, আগে বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দরে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা ছিল। পরীক্ষার ফল নেগেটিভ এলে আর সেভাবে কোনও বিধিনিষেধ মানতে হত না যাত্রীদের। কিন্তু এবার থেকে বিমানবন্দরে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও বিদেশ ফেরত যাত্রীদের প্রথম দফায় আট দিন বাড়িতে নিভৃতবাসে থাকবে হবে

এই পরীক্ষার ফল নেগেটিভ এলেও অবশ্য নিস্তার মিলবে না। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও আরও ১৪ দিন বিদেশ ফেরত যাত্রীদের হোম আইসোলেশনে থাকতেই হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট পুরসভা এবং পঞ্চায়েতকে বিদেশ ফেরত যাত্রীদের উপর কঠোর নজরদারি চালাতে হবে। আট দিনের মাথায় বিদেশ ফেরত যাত্রীদের ফের আরটি পিসিআর টেস্ট করাতে হবে।

যদি কোনও যাত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে– সেক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে সংশ্লিষ্ট যাত্রীকে হাসপাতালে ভর্তি করতে হবে। ওমিক্রন নির্ণয়ে জিনোম সিকোয়েন্সের জন্যও নমুনা পাঠাতে হবে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্য এবং বিমানের সহযাত্রীদের উপরেও কঠোর নজরদারি চালানোর উপরে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।