জিএসটি তুলে দিলে দাম কমে যাবে ওষুধের, দাবি পূরণে লাগাতার আন্দোলন

- আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার
- / 24
পুবের কলম প্রতিবেদক: ওষুধের উপর থেকে জিএসটি তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন মেডিক্যাল এবং সেলস রিপ্রেজেন্টেটিভরা। তাঁদের দাবি, ওষুধের উপর জিএসটি শূন্য করে দেওয়া হলে জীবনদায়ী সহ অন্য বিভিন্ন ওষুধের দাম অনেক কমে যাবে। এর ফলে উপকৃত হবেন বিশেষ করে সাধারণ মানুষ। এই দাবি পূরণের লক্ষ্যে তাঁরা লাগাতার আন্দোলন করে যাবেন বলেও জানানো হয়েছে।
মূলত এখন তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছেন মেডিক্যাল এবং সেলস রিপ্রেজেন্টেটিভরা। ওষুধের উপর থেকে জিএসটি তুলে দেওয়ার দাবি বাদে তাঁদের অন্য দু’টি দাবি হল: মেডিক্যাল এবং সেলস রিপ্রেজেন্টেটিভদের জন্য ন্যূনতম বেতন এবং, কেন্দ্রীয় সরকারের শ্রমকোড বাতিলের বিষয়টি। এই তিনটি দাবি পূরণের লক্ষ্যে গত ২০ জানুয়ারি কলকাতায় মিছিল, প্রকাশ্য সমাবেশ এবং সংশ্লিষ্ট সরকারি দফতরে তাঁদের ডেপুটেশনের কর্মসূচিও নেওয়া হয়েছিল। এই বিষয়টি নিয়ে ন্যাশনাল ফেডারেশন অফ সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নস-এর সেক্রেটারি আশিসকুসুম ঘোষ বলেন, ‘মূলত এই তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারের কাছে লাগাতার দরবার, আন্দোলন করে যাবেন মেডিক্যাল এবং সেলস রিপ্রেজেন্টেটিভরা।’
আশিসকুসুম ঘোষ বলেন, ‘ওষুধের উপর চারটি ধাপে রয়েছে জিএসটি। এই চারটি ধাপ হল: শূন্য শতাংশ, ৫ শতাংশ, ৮ শতাংশ এবং ১২ শতাংশ।’ তিনি এমনই বলেন, ‘মেডিক্যাল এবং সেলস রিপ্রেজেন্টেটিভদের দাবি, ওষুধের উপর থেকে এই ৫, ৮ এবং, ১২ শতাংশ হারে জিএসটি তুলে নিক সরকার। তা হলে, জীবনদায়ী সহ অন্য যে সব ওষুধের উপর এই ৫, ৮ এবং, ১২ শতাংশ হারে জিএসটি এখন চালু রয়েছে, সেই সব ওষুধ তখন অন্তত ৫, ৮ এবং, ১২ শতাংশ কম দামে পাওয়া যাবে। এর ফলে বিশেষ করে সাধারণ মানুষ উপকৃত হবেন।’ বিশেষজ্ঞদের বিভিন্ন অংশের তযফেও এমনই জানানো হয়, কারও চিকিৎসার জন্য যত টাকা খরচ হয়, তার বড় একটা অংশ জুড়ে রয়েছে ওষুধের জন্য খরচ। ফলে ওষুধের দাম কমানো সম্ভব হলে, যথার্থ অর্থেই উপকৃত হবেন সাধারণ মানুষ।