৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফাইনাল আয়োজিত না হলে চ্যাম্পিয়ন গুজরাত

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ মে ২০২৩, সোমবার
  • / 11

পুবের কলম,ওয়েবডেস্ক: রবিবার আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। আহমদাবাদ স্টেডিয়ামে একটা বলও গড়ায়নি। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আহমদাবাদে। তাই ম্যাচ ভেস্তে যাবার সম্ভাবনা অনেকটাই। যদি ম্যাচ না আয়োজন করা যায় তাহলে চ্যাম্পিয়ন কে হবে? এটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

অনেকেই বলছিলেন যেহেতু দুটো দল ফাইনালে উঠেছে এবং বৃষ্টিতে সেই ফাইনাল ভেস্তে যাচ্ছে তাই চেন্নাই ও গুজরাত দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।
কিন্তু এখন শোনা যাচ্ছে তেমনটা নয়। কারণ ইতিমধ্যেই আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন ও রানার্স দলের পুরস্কার মূল্য।

ম্যাচ না হলে যদি দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করতে হয়, তাহলে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের পুরস্কার মূল্য ভাগ করতে অসুবিধা হবে। তাই ঠিক হয়েছে যদি ম্যাচ আয়োজন না করা যায়, গ্রুপে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে গুজরাতকে।

গ্রুপ পর্বের শেষে গুজরাত ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। চেন্নাই ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। ম্যাচ আয়োজন না করা গেলে দ্বিতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হবে গুজরাত টাইটান্স।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফাইনাল আয়োজিত না হলে চ্যাম্পিয়ন গুজরাত

আপডেট : ২৯ মে ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: রবিবার আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। আহমদাবাদ স্টেডিয়ামে একটা বলও গড়ায়নি। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আহমদাবাদে। তাই ম্যাচ ভেস্তে যাবার সম্ভাবনা অনেকটাই। যদি ম্যাচ না আয়োজন করা যায় তাহলে চ্যাম্পিয়ন কে হবে? এটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

অনেকেই বলছিলেন যেহেতু দুটো দল ফাইনালে উঠেছে এবং বৃষ্টিতে সেই ফাইনাল ভেস্তে যাচ্ছে তাই চেন্নাই ও গুজরাত দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।
কিন্তু এখন শোনা যাচ্ছে তেমনটা নয়। কারণ ইতিমধ্যেই আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন ও রানার্স দলের পুরস্কার মূল্য।

ম্যাচ না হলে যদি দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করতে হয়, তাহলে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের পুরস্কার মূল্য ভাগ করতে অসুবিধা হবে। তাই ঠিক হয়েছে যদি ম্যাচ আয়োজন না করা যায়, গ্রুপে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে গুজরাতকে।

গ্রুপ পর্বের শেষে গুজরাত ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। চেন্নাই ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। ম্যাচ আয়োজন না করা গেলে দ্বিতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হবে গুজরাত টাইটান্স।