কলকাতাWednesday, 23 February 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আনিস খানের দাদাকে হুমকি ফোন’, সিবিআই তদন্ত চাইলে প্রাণে মেরে ফেলে দেওয়া হবে

mtik
February 23, 2022 12:51 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে আনিস খান হত্যামামলা। ঘটনার চারদিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত অধরা খুনিরা। এখনও সিবিআই তদন্তে অনড় আনিস খানের পরিবার। এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গতকাল রাতে আনিস খানের দাদা কাছে হুমকি ফোন আসে। আর সেই বলা হয়, ‘সিবিআই তদন্ত চাইলে, আনিস খানের বাবাকে প্রাণে মেরে ফেরে ফেলা হবে’।

সিট -এর সদস্যরা আজ আনিসের বাড়িতে গিয়ে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু পরিবারের অভিযোগ, পুলিশ তাদের ছেলেকে মেরেছে। তাই সিট-এর তদন্তে ভরসা নেই। দ্বিতীয়বার দেহের ময়নাতদন্তের আবেদনও পরিবারের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে।

আনিসের দাদার বক্তব্য, রাতে অজানা নম্বর থেকে একটি ফোন আসে। রাত তখন ১.০৪। তখন ওপার থেকে একটি অচেনা গলায় একটি কন্ঠস্বর আসে। প্রথমে বলে সিবিআই তদন্ত চাইবেন না। তখন আমি চুপ করে থাকি। তখন ওই অচেনা কন্ঠস্বর আবার বলে, কি হল শুনতে পাচ্ছেন না। সিবিআই তদন্ত চাইলে বাবা, ভাইকে খুন করে দেব। আনিসের দাদা আরও জানান, কে ফোন করেছে কি করে বুঝব? আমার ভাইকে কে মারল তাই তো এখনও জানতে পারলাম না।’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ‘রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আনিসের পরিবারের পাশে আছি। আনিসের পরিবার যদি সিবিআই তদন্ত চায়, আমরা দেব। তবে সিবিআই তদন্তের জন্য রাজ্য সরকারের তরফ থেকে চিঠি দিতে হয়। আমরা আইনি সাহায্য দিতে রাজি আছি।’

এই ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আনিসের দাদার সঙ্গে আমার হোয়াট’স অ্যাপে কথা হয়েছে। ওরা সিবিআই তদন্ত চাইছে। আমরা আইনি সাহায্য দেব।’