অ্যাডিলেড: ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা। আঙুলের চোট কাটিয়ে সম্ভবত প্রথম একাদশে ফিরবেন শুভমান গিলও। এই অবস্থায় দিন-রাতের এই টেস্টে ভারতের ব্যাটিং অর্ডারে কেমন হবে, তা জানার অপেক্ষায় রয়েছে ক্রিকেট মহল। এই প্রসঙ্গে বুধবার সাংবাদিক সম্মেলনে হাজির হওয়া ভারতীয় ওপেনার কে এল রাহুলও কিছুটা ধোঁয়াশা বজায় রাখলেন। প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্টে ওপেন করতে নেমে যথেষ্ট সাবলীল দেখিয়েছে রাহুলকে।
সাংবাদিকরা রাহুলের কাছে জানতে চেয়েছিলেন, অ্যাডিলেডে আপনি কোন পজিসনে ব্যাট করতে নামবেন? তার উত্তরে তিনি জানান, টিম ম্যানেজমেন্ট তাঁকে বলে দিয়েছে, কোন পজিসনে ব্যাট করতে হবে। তবে সেই সঙ্গে এটাও বলা হয়েছে, এই তথ্য যেন আমি অন্য কাউকে না দিই। টিম ম্যানেজমেন্ট অবশ্য ইঙ্গিত দিয়েছে, গোলাপি বলের টেস্টে রাহুলকেই ওপেন করতে পাঠানো হবে। সেক্ষেত্রে রোহিত শর্মা নামবেন মিডল অর্ডারে।
রাহুল বলেন, ‘আমি শুধু প্রথম একাদশে থাকতে চাই। যেখানে দরকার সেখানেই ব্যাট করে পরিস্থিতি অনুসারে দলকে সাহায্য করতে চাই। আমার বিভিন্ন পজিসনে ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে। যেখানেই ব্যাট করি না কেন, শুরুতে ৩০-৪০টা বল খেলতে পারলে মনসংযোগ বেড়ে যায়। আগে যখন বিভিন্ন পজিসনে ব্যাট করতে বলা হত, তখন মানসিকভাবে কিছুটা সমস্যা হত। প্রথম ২০-২৫টা বল কীভাবে খেলব, কীভাবে আক্রমণ করব, কখন ডিফেন্স করতে হবে সেগুলি মাথার মধ্যে ঘোরাফেরা করত।’
গোলাপি বলের মোকাবিলা নিয়ে রাহুল বলেন, ‘গোলাপি বলে জোরে বোলাররা বেশি সুবিধা পায়। তাই বল করার সময় বোলারের হাতের দিকে ভালো করে লক্ষ্য রাখতে হয়। তারপরে নিজের শট নিয়ে পরিকল্পনা সেরে ফেলতে হয়।’