ভবিষ্যতে কারও চাকরি থাকবে না, সব কেড়ে নেবে এআই: এলন মাস্ক

- আপডেট : ২৫ মে ২০২৪, শনিবার
- / 15
প্যারিস, ২৫ ম: টেসলার মালকি ও স্পসে এক্স-এর প্রতষ্ঠিাতা ধনকুবরে এলন মাস্ক বলছেনে র্আটফিশিয়িাল ইন্টলেজিন্সে (এআই) আমাদরে সব চাকরি কেড়ে নেবে। এআই নিয়ে মাস্ক বলনে, ‘সম্ভবত ভবিষ্যতে আমাদরে কারও চাকরি থাকবে না।’ প্যারিসে ভিভাটকে ২০২৪-এর প্রযুক্তি সম্মেলনে দেওয়া বক্তব্যে আগরে মতোই এআই নিয়ে উদ্বগে প্রকাশ করনে মাস্ক। এআই নিয়ে বলতে গিয়ে মাস্ক লখেক ইয়ান ব্যাঙ্কসরে ‘কালচার বুক’ সিরিজের বইগুলোর কথা বলেন। এই বইগুলোতে ভবষ্যিতে এআই-এর সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে। মাস্ক বলনে, যদি আপনি কোনও সৃজনশীল কাজ করনে তাহলে হয়তো চাকরি করতে পারবেন। এছাড়া এআই ও রোবট আপনাকে যে কোনও পণ্য এবং পরিষেবা সরবরাহ করবে আপনি যা চাইবেন। পণ্য বা পরিষেবার কোনও অভাব থাকবে না। তিনি বলেছেন, রক্ত মাংসের মানুষের পক্ষে যে কাজগুলো করা সম্ভব নয়। সেগুলোও অনায়াসে করে ফলেতে পারে রোবট। এআই-এর ছোঁয়া থাকলে প্রতিটি কাজ হবে ত্রুটিহীন। ফলে এআই ব্যবহারে আগ্রহী হবেন বেশিরভাগ মানুষ।