” ভাত খাবো” বায়না ধরলেন পার্থ, সামাল দিলেন অর্পিতা

- আপডেট : ২৯ জুলাই ২০২২, শুক্রবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ রক্তে শর্করার মাত্রা বেশি। রয়েছে কিডনির সমস্যা, ওবেসিটি, পা ফোলা। হাজারটা শারীরিক সমস্যা। তাই এইমসে ভুবনেশ্বরের চিকিৎসকদের ডায়েট চার্ট মেনে খাবার দেওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। ভাতের বদলে দেওয়া হচ্ছে রুটি। কিন্তু ভাত ভক্ত পার্থ রুটি খাবেননা বলে বায়না জোড়েন। তাঁকে দিতে হবে ভাত।
প্রাক্তন মন্ত্রীর এহেন আবদারে শেষ পর্যন্ত অর্পিতার শরণাপন্ন হন গোয়েন্দারা। অর্পিতা বোঝান এখনও লড়াই অনেক বাকি। তাই খাবারের অনিয়ম করলে শরীর খারাপ করবে।
শেষ পর্যন্ত অল্প ভাতেই তুষ্ট হন পার্থ। ইডি সূত্রে জানা যাচ্ছে গ্রেফতারির পর থেকেই পার্থ- অর্পিতার খাওয়া নিয়ে বায়না চলছে। পার্থর যদি তিনবেলা ভাতের বায়না হয়, তাহলে অর্পিতার চাই ড্রাই ফ্রুটস, ব্ল্যাক কফি। তবে শেষ পর্যন্ত পার্থর ভাতের বায়না সামাল দিলেন সেই অর্পিতাই।