শ্রীনগর, ১৬ অক্টোবরঃ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। একইসঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুরিন্দর কুমার চৌধুরী। জম্মু ও কাশ্মীরের বিজেপি প্রধান রবিন্দর রায়নাকে পরাস্ত করেছেন তিনি। এদিন আরও পাঁচজন বিধায়ক শপথ নিয়েছেন। তাঁরা হলেন নির্দলীয় প্রার্থী সতীশ শর্মা এবং ন্যাশনাল কনফারেন্সের সাকিনা ইতু, জাভিদ দার, সুরিন্দর চৌধুরী এবং জাভিদ রানা। এই নিয়ে দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলেন ওমর আবদুল্লাহ। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
প্রসঙ্গত, ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা হারানো এবং কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর থেকেই রাষ্ট্রপতির শাসন জারি ছিল। দীর্ঘ ১০ বছর পর বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু-কাশ্মীরে। ৯০টি আসনের মধ্যে ৪২টি জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স, ৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। জোটে সংখ্যাগরিষ্ঠতা পার করায়, বুধবার ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ উপত্যকা রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।