কলকাতাFriday, 5 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

দাহ আমি দেখতে পারব না, জীবনে অনেক দুর্যোগ দেখেছি, সুব্রত দা’র চলে যাওয়া আমার কাছে চরম দুর্যোগঃ মমতা

mtik
November 5, 2021 12:25 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ কালীপুজোর রাতে এমন অন্ধকার নেমে আসেবে, সেটা হয়তো ঘুণাক্ষরে কেউ কল্পনা করতে পারেনি। হাসপাতালে চিকিৎসায় সাড়া দিচ্ছেন,আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন এই খবরেই আশ্বস্ত ছিল রাজ্যবাসী। কিন্তু না, সব শেষ হয়ে গেল কালীপুজোর দিন ঠিক রাত সাড়ে ৯’টা নাগাদ। চলে গেলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রয়াণ রাজনৈতিক জীবনে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল। এই শূন্যতায় শোকে ভারাক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির চৌকাঠে নিয়ে আসার পিছনে অন্যতম কাণ্ডারী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।

আর এই সুব্রতদা’র শারীরিক অবনতির কথা শুনেই বাড়ির কালীপুজো ছেড়ে সোজা SSKM এ চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায় তখন কার্ডিলজি বিভাগে। হাসপাতালের বাইরে এসে মুখ্যমন্ত্রীই প্রথম জানান, ‘সুব্রত’ দা আর নেই।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জীবনে অনেক বড় দুর্যোগ দেখেছি, সুব্রত’ দার চলে যাওয়া আমার জীবনে চরম দুর্যোগ। সুব্রত’ দা’র দাহ আমার পক্ষে দেখা সম্ভব নয়। যাঁদের আমি খুব ভালোবাসি, তাঁদের দেহ আমি দেখতে পারি না।। কয়েকদিন আগেও হাসপাতালে দেখতে গিয়েছিলাম, বলল গোয়ায় যাব। এই ভাবে হাসপাতালে শুয়ে থাকতে ভালো লাগছে না’।  

শুক্রবার সকাল ৯’টার সময় সুব্রত মুখোপাধ্যায় দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। দুপুর ২টো পর্যন্ত তাঁর দেহ থাকবে রবীন্দ্র সদনে। তারপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার বাড়িতে ও ক্লাবে।