মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘটনায় গ্রেফতার মৃতার স্বামী ও ভাসুর
ইমামা খাতুন
- আপডেট :
৪ জুন ২০২৩, রবিবার
- / 15

পুবের কলম,ওয়েবডেস্ক: গত শুক্রবার সকাল ৮টা নাগাদ মহারাষ্ট্রের মীরা-ভায়ন্দরের উত্তানের পালি এলাকার একটি সৈকত থেকে মুণ্ডুহীন দেহ উদ্ধার ঘিরে ঘনীভূত হয়েছিল রহস্য। সেই ঘটনার ১২ ঘণ্টা পার হতে না হতেই গ্রেফতার হয়েছে এই খুনের দুই প্রধান অভিযুক্ত। মহিলার স্বামী মিন্টু রামব্রিজ সিং ও তাঁর ভাসুর চুন চুন রামব্রিজ সিংকে গ্রেফতার করেছে উত্তান সাগরি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম অঞ্জলি মিন্টু সিং। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে স্ত্রী। বেশ কিছু দিন ধরে এমনটাই সন্দেহ করছিল স্বামী মিন্টু। ঘটনার জেরে দু’জনের মধ্যে প্রায়শই বচসা হত। স্ত্রীকে মারধরও করত মিন্টু। কিন্তু ২৪ মে বুধবার বচসা চূড়ান্ত পর্যায়ে গেলে রাগবশত স্ত্রীকে মারতে শুরু করে। ঘটনাস্থলেই মারা যায় অঞ্জলি। পরে তাঁকে ধর থেকে আলাদা করে ফেলে দেয় মহারাষ্ট্রের মীরা-ভায়ন্দরের উত্তানের পালি এলাকার একটি সৈকতে। মৃতদেহ স্থানান্তরিত করতে মিন্টুর দাদা চুন চুন তাঁকে সাহায্য করে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। তাঁদের বিরুদ্ধে তথ্য লোপাট ও খুনের মামলা দায়ের করেছে পুলিশ। উত্তান, নাভঘার ও কাশিমিরা পুলিশের সম্মিলিত প্রয়াসে এই তদন্ত সাফল্য পেয়েছে বলেই জানা গেছে।
প্রসঙ্গত, গত শুক্রবার সকালে উত্তানের একটি সমুদ্র সৈকতে ট্র্যাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তান সাগরি থানার পুলিশ। তার পরেই ব্যাগ থেকে ওই মহিলার দেহটি উদ্ধার করা হয়। পরনে ছিল টি-শার্ট । হাতে ত্রিশূলের ট্যাটু।