পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: শিক্ষা হোক মানবতা, দেশপ্রেম ও ইনসাফের জন্য। রবিবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ইসলামিয়া পাঠাগারের ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় এমনই আহ্বান জানালেন অতিথি বক্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি জামাত ই ইসলামী হিন্দ এর উত্তর ২৪ পরগনা জেলা নাজিম মাওলানা রফিকুল ইসলাম বলেন, শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার এসব বানিয়ে লাভ নেই। এগুলো বানাতে হবে নৈতিকতার সঙ্গে। তৈরি হোক মানবিক ডাক্তার, মানবিক ইঞ্জিনিয়ার, মানবিক দেশ প্রেমিক, মানবিক রাজনীতিক। তাহলে আর রাস্তাঘাট চুরি, পুকুর চুরি, আকাশ চুরি হবে না। জমিয়তে উলামায়ে বাংলা ফুরফুরা শরীফের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বলেন, কেবল স্কুল-কলেজ থেকে পাশ করার শিক্ষাই যথেষ্ট নয়, গ্রন্থাগারগুলি থেকেও জ্ঞান অর্জন করা যায়। তাই আজও গ্রামবাংলায় লাইব্রেরিগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে। আজকের প্রজন্মকে ডিজিটালাইজেশন এর উপর নির্ভর করার পাশাপাশি বই-পুস্তকের হার্ড কপিকেও গুরুত্ব দিতে হবে। প্রাচীন বই-পত্র এই ধরনের পাঠাগার গুলিতে যথেষ্ট পরিমাণে মজুদ থাকে। সভায় এমনই মত পোষণ করেন তেঁতুলিয়া শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. আবুল কালাম। পাঠাগার হোক স্থানীয় মানুষের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির সংগ্রহালয়- বলেন লেখক ও গবেষক ড. শক্তিনাথ সাহা। বিশিষ্ট সমাজসেবী রমেন সরদার স্বরূপনগর ইসলামিয়া পাঠাগারের ঐতিহ্য ও সুদীর্ঘকাল ধরে এই প্রতিষ্ঠান যে পরম্পরা বজায় রেখে ভিন্ন ধর্ম -সম্প্রদায়ের মধ্যে মেল বন্ধন রক্ষা করে চলেছে তা তুলে ধরেন। পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে যারা বিভাজনের রাজনীতি করছে তাদের নিন্দা জানান তিনি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মোস্তফা আব্দুল কাইয়ুম, আলহাজ্ব কাশেম আলি, পাঠাগারের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সহ-সম্পাদক ইছাহাক মন্ডল, শহীদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক, কবি সরবত আলি মন্ডল, সমাজসেবী আবেদ আলী গাজী প্রমুখ। এদিন পাঠাগারের বার্ষিক মুখপত্র ‘আল্- হামরা’ পত্রিকার ১৬ তম সংখ্যা প্রকাশিত হয়। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন পাঠাগার সম্পাদক মাওলানা রওশন আলি। তেলাওয়াতে কালাম পাক পেশ করেন মাসুদ হাসান ও হাফেজ মাওলানা হাবিবুল ইসলাম। কবিতা আবৃত্তি করেন কবি রমজান আলি ও ফারজানা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমরান হোসেন মন্ডল ও আল্-হামরা সম্পাদক এনামুল হক। সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি নূরুল ইসলাম সরদার। আখেরি মোনাজাত করেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।
ব্রেকিং
- জেলেই থাকবেন চিন্ময় দাস, শুনানিতে আসামিপক্ষের ১১ আইনজীবী
- লন্ডনের মেয়র সাদিক খানকে নাইটহুড সম্মান
- ফের পারদ পতন, সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের জেলায়
- আলু নিয়ে কালোবাজারি, ডিজি ও মুখ্যসচিবকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ মমতার
- নবান্নে শুরু প্রশাসনিক বৈঠক
- শেষ লড়াই! ১০ দিন পর মায়ের কোলে ছোট্ট চেতনার নিথর দেহ
- ৬৫ কোটি টাকার সাইবার জালিয়াতি! গ্রেফতার ২
- মাদক খাইয়ে বান্ধবীকে ধর্ষণ! গ্রেফতার গড়ফার যুবক
- গাড়িতে ভাঙচুর, নিজের গড়েই আক্রান্ত আরাবুল ইসলাম
- উমরাহ পালনের সর্বোচ্চ রেকর্ড, বায়তুল্লাহ্য় মেহমান ৬২ লক্ষ মু’মিন
- সুখবর! কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম
- ধর্ষণ মামলায় হারলেন ট্রাম্প, ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ