কলকাতাMonday, 21 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

বিপুল পরিমাণে ভেজাল মদ উদ্ধার, গ্রেফতার ব‍্যবসায়ী

asim kumar
October 21, 2024 8:20 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: বিপুল পরিমাণে ভেজাল মদ উদ্ধার হল।গ্রেফতার মদ ব‍্যবসায়ী। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার দেবীর মোড়ের ঘটনা। বেশ কিছুদিন ধরে বসিরহাট জেলা পুলিশের কাছে খবর আসছিল কিছু অসাধু ব্যবসায়ী জাল মদের কারবার চালাচ্ছে ওই এলাকায়। তারপর নড়েচড়ে বসে হাসনাবাদ থানার পুলিশ প্রশাসন।

রবিবার রাতে হানা দিয়ে দেবীর মোড়ে একটি হোটেলে উদ্ধার হয় ৭১২ লিটার স্পিরিট। আটক করে তাপস মিস্ত্রি নামে এক ব্যবসায়ীকে। তাকে জেরা করে পুলিশ জানতে পারে বৈধভাবে বাংলা মদ কিনে তার সঙ্গে স্পিরিট মিশিয়ে সেই নেশাকে আরো তীব্র করার পদ্ধতি গ্রহণ করত এই অসাধু ব্যবসায়ীরা।

সেই মদ অল্প পয়সায় খোলা বাজারে বিক্রি করতো। মধ্যপায়ীরা অল্প পয়সায় সেই মদ খেয়ে একদিকে যেমন বেশি নেশা হতো অন্যদিকে আস্তে আস্তে শরীরে বিভিন্ন রোগের বাসা বাধত।

সব মিলিয়ে এই মদ্যপান করা একেবারেই শারীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। অভিযুক্তকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারকের কাছে হাসনাবাদ থানার পুলিশ তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়ার পর এই ব্যবসায়ীর সঙ্গে আর কারা জড়িত আছে তাদের চিহ্নিত করবে এবং এই মদ আর কোথায় কোথায় বিক্রি হয় তার হদিস মিলবে।