হাওড়ায় টোটো উল্টে দুর্ঘটনার বলি নার্সারি ক্লাসের পড়ুয়া

- আপডেট : ৪ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
- / 17
আইভি আদক, হাওড়া: হাওড়ায় টোটো উল্টে দুর্ঘটনার বলি নার্সারি ক্লাসের এক পড়ুয়া। হাওড়া পুরনিগমের ৪৫নং ওয়ার্ডের হাঁসখালিপোল হরেকৃষ্ণনগরে বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এদিন স্কুল থেকে দাদুর সঙ্গে টোটোয় চেপে বাড়ি ফিরছিল নার্সারি ক্লাসের ছাত্র রূপক মালিক (৩)। শিশু সহ তার দাদুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। শিশুর দাদু গণেশ মালিক পায়ের হাড় ভেঙে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। এদিকে, শিশুর মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পরিবার। বেহাল রাস্তার জন্যই দুর্ঘটনা বলে অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার।
হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী বলেন, যে রাস্তায় ঘটনাটি ঘটে ওই রাস্তাটির ব্যাপারে আমরা বিস্তারিতভাবে খোঁজ নিচ্ছি। তবে, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। ৪৫ ও ৪৬ নং ওয়ার্ডে অনেক কাজ করা হয়েছে। কোনও আপদকালীন কাজের জন্য অনেক সময় রাস্তা খোঁড়া হয়ে থাকে। সেগুলো কাটার পর সঙ্গে সঙ্গেই সংস্কার হয়না এমন ঘটনাও ঘটে। পুরনিগমের পক্ষ থেকে যা করণীয় তা দেখে করে দেওয়া হবে।