আইভি আদক, হাওড়া: ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোররাত থেকে লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে হাওড়া শহরের বিভিন্ন এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। হাওড়া পুরসভায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। জলজমা বা বৃষ্টির কারণে কোনও অসুবিধা বা বিপত্তি হলে মানুষ কন্ট্রোল রুমে ফোন করে জানাচ্ছেন।
কন্ট্রোল রুম থেকে এলাকা অনুযায়ী দায়িত্বে থাকা বিভাগীয় কর্মীদের কাছে তা জানিয়ে দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
Read more: জামিনে মুক্ত ইমরান খানের স্ত্রী বুশরা বিবি
শহরের পঞ্চাননতলা রোড, চার্চ রোড, টিকিয়াপাড়া বাইপাস, বেরিলিয়াস রোড, বেনারস রোড, সালকিয়া, রামরাজাতলা, চারাবাগান সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। জমা জলের কারণে বিপর্যস্ত জনজীবন।
1 Comment
Pingback: ডানার ঝাপটা থেকে রেহাই, খুশির হাওয়া বসিরহাটে - PuberKalom.com