জুনে কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক…… জেনে নিন বিস্তারিত

- আপডেট : ৩১ মে ২০২৩, বুধবার
- / 10
পুবের কলম,ওয়েবডেস্ক:জুন মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । দেশের অনেক রাজ্যে জুন মাসে ব্যাঙ্ক প্রায় ১২ দিন পর্যন্ত শাখা বন্ধ রাখবে। এই ছুটির মধ্যে অবশ্য সব রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত।
জুনে এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে
(৪ জুন, ২০২৩) রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে
(১০ জুন, ২০২৩) দ্বিতীয় শনিবারের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে
(১১ জুন, ২০২৩) রবিবারের কারণে ব্যাঙ্ক ছুটি
(১৫ জুন, ২০২৩) রাজা সংক্রান্তির কারণে মিজোরাম এবং ওড়িশায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
(১৮ জুন, ২০২৩) রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে
(২০ জুন, ২০২৩) রথযাত্রার কারণে ওড়িশায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
(২৪ জুন, ২০২৩) চতুর্থ তারিখে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
(২৫ শে জুন, ২০২৩) রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে
(২৬ জুন, ২০২৩) ত্রিপুরায় খর্চি পুজোর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
(২৮ জুন, ২০২৩) ঈদ-উল-আজহার কারণে কেরল, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে
(২৯ জুন, ২০২৩) ঈদ-উল-আজহা উপলক্ষে বাকি রাজ্যগুলিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
(৩০ জুন, ২০২৩) মিজোরাম, ওড়িশায় রিমা ঈদ-উল-আজহা ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।