পুবের কলম ওয়েবডেস্কঃ ভারবহন ক্ষমতা এবং স্বাস্থ্যপরীক্ষার জন্য চারদিনের জন্য বন্ধ করা হচ্ছে, কলকাতার অন্যতম ব্যস্ত পার্কস্ট্রিট উড়ালপুল।
আগামী ৩ রা ডিসেম্বর রাত ১০টা থেকে এই উড়ালপুল বন্ধ করা হবে, বন্ধ থাকবে ৬ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত।
হুগলি রিভার ব্রিজ কমিশন বা এইচআরবিসির তত্তাবধানে হবে এই স্বাস্থ্য পরীক্ষার কাজ। তিন তারিখ সকাল থেকেই আসতে শুরু করে দেবে প্রয়োজনীয় যন্ত্রপাতি।
প্রায় ১.৩ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপথের বর্তমান ভারবহন ক্ষমতা সরেজমিনে খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা।
২০১৫ সালে তৈরি এই উড়ালপুল গত ১৫ বছরে একাধিকবার ছোট রক্ষণাবেক্ষণ মূলক পরীক্ষার সম্মুখীন হয়েছে। তবে সেই ভাবে কোনও ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। কোনও সময় যান্ত্রিক ত্রুটির কারণে যেন কোনও দুর্ঘটনা না ঘটে এবং সমস্যার সম্মুখীন হতে না হয় যাত্রীদের সেই কারণেই নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।
নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চালানোর পাশাপাশি খুঁটিয়ে এভাবে কোনও বড় পরীক্ষা করা হয়নি উড়ালপুলের এখনও অবধি। আর তার মধ্যেই দীর্ঘ এতগুলো বছরে ভারী যান চলাচল করেছে এই উড়ালপুল দিয়ে। তাই সর্বাঙ্গীনভাবে পরীক্ষা করার জন্য আপাতত উড়ালপুল বন্ধ রেখে কাজ করবেন আধিকারিকরা।