৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের বিমানঘাঁটিতে Houthi-র হামলা

পুবের কলম
  • আপডেট : ২১ মার্চ ২০২৫, শুক্রবার
  • / 106

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলের একটি বিমানবন্দরে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি (Houthis)।ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার সকালে জানান, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলি তেল আবিবের ২০ কিলোমিটার (১২ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি প্যালেস্টাইন-২ হাইপারসনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।সারি বলেছেন, প্রতিশোধমূলক হামলা সফলভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে।ইয়েমেনি সশস্ত্র বাহিনী পঞ্চম দিনের জন্য ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসনের কার্যকরভাবে মোকাবেলা চালিয়ে যাচ্ছে।সারি বলেন, ইয়েমেনি সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজ, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং এর সহযোগী যুদ্ধজাহাজ রয়েছে, তাদের লক্ষ্যবস্তু করছে।

আরও পড়ুন: ফিলিস্থিনিদের সমর্থন, ভারতীয় ছাত্রকে গ্রেফতার করল মার্কিন প্রশাসন

অন্যদিকে বুধবার রাতে ইয়েমেনের হুথিগোষ্ঠী (Houthis) ঘোষণা করেছে; মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছে। হুথি (Houthis) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি।এর আগে রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুতি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের বিমানঘাঁটিতে Houthi-র হামলা

আপডেট : ২১ মার্চ ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলের একটি বিমানবন্দরে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি (Houthis)।ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার সকালে জানান, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলি তেল আবিবের ২০ কিলোমিটার (১২ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি প্যালেস্টাইন-২ হাইপারসনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।সারি বলেছেন, প্রতিশোধমূলক হামলা সফলভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে।ইয়েমেনি সশস্ত্র বাহিনী পঞ্চম দিনের জন্য ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসনের কার্যকরভাবে মোকাবেলা চালিয়ে যাচ্ছে।সারি বলেন, ইয়েমেনি সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজ, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং এর সহযোগী যুদ্ধজাহাজ রয়েছে, তাদের লক্ষ্যবস্তু করছে।

আরও পড়ুন: ফিলিস্থিনিদের সমর্থন, ভারতীয় ছাত্রকে গ্রেফতার করল মার্কিন প্রশাসন

অন্যদিকে বুধবার রাতে ইয়েমেনের হুথিগোষ্ঠী (Houthis) ঘোষণা করেছে; মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছে। হুথি (Houthis) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি।এর আগে রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুতি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়।