রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হোটেল-শপিংমল

- আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি শপিংমল এবং দু’টি হোটেল বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনের ওডেসা আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র সের্গেই ব্রাচুক বলেন, তিনটি কিনঝাল ক্ষেপণাস্ত্র ও রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র একটি বিমান থেকে ছোড়া হয়েছিল যা একটি পর্যটন অবকাঠামো লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের আর্মড ফোর্সেস সাউদার্ন অপারেশনাল কমান্ডের তথ্য মতে, একটি শপিংমলেও সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে পাঁচজন আহত হন এবং একজন মারা যান। এ দিকে ইউক্রেনের দুই শহর খারকিভ ও দোনেৎস্কে গত ২৪ ঘণ্টায় ৪৮ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এ কথা জানিয়েছেন। সূত্রে খবর, রুশ সেনারা এখন দোনেৎস্কের স্লোভিয়ানস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষা মুখপাত্র আলেকসাবন্দর মতুজিয়ানিক রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, রুশ বাহিনী হামলা জোরদার করেছে। মতুজিয়ানিক জানান, খারকিভ ও দোনেৎস্ক অঞ্চল ছাড়াও গত ২৪ ঘণ্টায় মাইকোলাইভ এবং ওডেসা অঞ্চলে ৫ বার বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের অভিযোগ, রুশ বাহিনী এখন অসামরিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে। রাষ্ট্রসংঘের তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর এখনও পর্যন্ত ৩ হাজার ৩৮১ জন অসামরিক লোক নিহত এবং ৩ হাজার ৬৮০ জন আহত হয়েছেন। তবে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। এ ছাড়া ৭০ লক্ষ মানুষ ইউক্রেন থেকে অন্য দেশে পালিয়ে গেছেন।