পুবের কলম, ওয়েবডেস্ক: বাড়ি ফিরছে জিনাত। একেবারে ভি-আইপি পন্থায় ওডিশায় ফিরবেন তিনি। বলা বাহুল্য, ওড়িশার সিমলিপাল থেকে বাংলায় ঢুকেছিল জিনাত । ২১ দিনে তিন রাজ্য, এবং টানা ৯ দিন ধরে বাংলার এই জঙ্গল, সেই জঙ্গল ঘুরে বেড়িয়েছিল জিনাত।
এরপর সম্প্রতি বাঁকুড়ায় ধরা পড়েছে সেই বাঘিনী। আলিপুর আলিপুর চিড়িয়াখানার হাসপাতালে আছে সে। ঘুমপাড়ানি গুলি খেয়ে প্রাথমিক ভাবে শরীর কিছুটা ঝিমিয়ে ছিল জিনাতের। তবে আজ সকাল থেকেই তরতাজা হয়ে ওঠে। ২৯ ডিসেম্বর, রবিবার বিকেলে বাঁকুড়ার গোসাইডির জঙ্গলে অবশেষে কাবু করা হয়েছে জিনাতকে।
সূত্রের দাবি, আজ রাতেই সিমলিপালের জঙ্গলের উদ্দেশে রওনা দেবে বাঘিনি। জানা যাচ্ছে, গ্রিন করিডোরে নিজের ডেরায় ফিরবেন তিনি। নতুন বছর নিজের ঘরে কাটাবে বলেই জানা যাচ্ছে।