তারাতলা উড়ালপুলে গর্ত ! বন্ধ যানচলাচল

- আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার ২৩ এপ্রিল থেকে বন্ধ হয়ে গেল তারাতলা উড়ালপুল। এ’দিন বিকেল ৫ টা থেকে ব্রিজের কাজ শুরু হয়েছে, তার জন্যই বন্ধ থাকবে তারাতলা উড়ালপুল। জানা গিয়েছে, আপাতত সোমবার সকাল পর্যন্ত কাজ চলবে। সেই কারণেই তারাতলা উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলস্বরূপ সপ্তাহের শেষে যানজটের আশঙ্কা রয়েছে। তবে পুলিশের তরফ থেকে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
সূত্রের খবর, উড়ালপুলে মাঝ বরাবর গর্ত দেখা গিয়েছে। আর সেই গর্ত মেরামত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল ১২ টা থেকে দক্ষিণ দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর সতর্ক থাকার জন্য ধীরে ধীরে উত্তর দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যতক্ষণ না মেরামতির কাজ সম্পূর্ণ হচ্ছে , আপাতত বিকল্প পথ হিসেবে ডায়মন্ড হারবার রোড দিয়ে গাড়ি যাতায়াত করবে। দক্ষিণ ও উত্তরমুখী রাস্তার গাড়িগুলি একই পথ দিয়ে যাবে। বিকল্প পথ থাকলেও কাজ শুরু হওয়ার পর ডায়মন্ড হারবার রোডে যানজটের আশঙ্কা থাকছে।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, তারাতলা উড়ালপুল রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর এবং উড়ালপুলের রাস্তা মেরামতেরও দায়িত্ব নিয়েছে পূর্ত দফতর। আরও জানা গিয়েছে, যে উড়ালপুল বন্ধ থাকলেও, আপাতত উড়ালপুলের নীচ দিয়ে যানচলাচল করতে পারবে। ফলে কিছুটা হলেও যানজট কমতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, শহরের বিভিন্ন উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য মাঝে মাঝে এইভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। বেশ কয়েক বছর আগে পোস্তা উড়ালপুল ভেঙে যাওয়ার পর বিভিন্ন উড়ালপুলের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। সেই ধারা বজায় রেখে তারাতলা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।