পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলের লেবানন সীমান্তে হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইসরাইলি সেনারা। রবিবার দক্ষিণ লেবাননের রামিয়া গ্রামে ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের তীব্র লড়াইয়ের হয়েছে বলে খবর। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, উত্তর ইসরাইলের লেবানন সীমান্তে হিজবুল্লাহ সঙ্গে যুদ্ধে বেশ কয়েকজন ইসরাইলি সেনা আহত হয়েছেন। তাদেরকে জরুরি ভিত্তিতে একটি সামরিক হেলিকপ্টারে হাইফা শহরের রামবাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ৭ ইসরাইলি সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় লেবানন থেকে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩০০টি রকেট হামলার খবর পাওয়া গেছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, একদিনে দক্ষিণ লেবানন থেকে ছোড়া প্রায় ৩০০ রকেট শনাক্ত করা হয়েছে। যার অধিকাংশই প্রতিহত করা হয়েছে।