হিন্দি দিবস, প্রতিবাদ অব্যাহত

- আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার
- / 15
পুবের কলম ওয়েব ডেস্কঃ কেন্দ্রের মোদি সরকার জোর করে দেশবাসীর উপর হিন্দি চাপিয়ে দিতে চাইছে। এই অভিযোগে বুধবার একাধিক রাজ্যে হিন্দি দিবসের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। কর্নাটকে বিক্ষোভ দেখায় জেডিএস। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস কুমারাস্বামীর নেতৃত্বে এই প্রতিবাদ, কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিধানসভার কাছে গান্ধি মূর্তির সামনে এই বিক্ষোভ দেখায় জেডিএস। সেখানে কন্নড় ভাষায় সঙ্গীত পরিবেশিত হয়। হিন্দি চাপানোর প্রতিবাদে কন্নড় গান পরিবেশিত হয়। এই প্রসঙ্গে কুমারাস্বামী বলেন, দেশবাসীর উপর কেন্দ্রীয় সরকার জোর করে হিন্দি চাপিয়ে দিতে চাইছে। স্বাধীনতার ৭৫ বছর পরও দেশের বহু মানুষ হিন্দি ছাড়াও অন্যান্য ভাষায় কথা বলে। রাজ্যের অন্যান্য প্রান্তেও বিভিন্ন সমাজকর্মীরা হিন্দি দিবসের প্রতিবাদে শামিল হয়।