পুবের কলম ওয়েব ডেস্ক: এ বছর আগাম বর্ষা নামতে দেখে পদ্মাপারের মৎস্যজীবীরা আশায় বুক বেঁধেছিলেন, ভেবেছিলেন এ বছর হয়তো ইলিশ দেখা মিলবে অনেকটাই বেশি। কিন্তু অনুকূল পরিবেশ ও পদ্মায় জল বাড়লেও ভরা আষাঢ়েও জালে উঠছে না ইলিশ। মৎস্যজীবীদের দাবি, কালেভদ্রে দু-একটা ইলিশ মিলছে পদ্মা থেকে। কিন্তু অন্য বছর এই সময়ে বেশ ভাল ইলিশ উঠতে শুরু করে। এবছর কেন এমনটা হচ্ছে সেটা এখনও বুঝে উঠতে পারছেন না মৎস্যজীবীরা।
জেলার মৎস্যজীবী সংগঠনগুলির দাবি, দিনে দিনে পদ্মা থেকে ইলিশ কমে যাচ্ছে। টানা তিনবার গভীর সমুদ্রে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে মৎসজীবীদের। ফলে আগামী দিনে আদেও ট্রলার নামানো হবে কি তা নিয়ে চিন্তিত মৎসজীবীরা। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিতে রবিবার ট্রলার মালিকরা বৈঠক করবেন বলে জানা গেছে।